শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দেশজুড়ে প্রায় ৫৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশে সরকারি ছয়টি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান কলেজসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষা প্রদান করছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শারীরিক শিক্ষা অপরিহার্য। কিন্তু হঠাৎ করেই প্রাথমিক বিদ্যালয়ে এই বিষয়ের শিক্ষক নিয়োগ বাতিল করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।”
তারা আরও দাবি করেন, ‘অতিদ্রুত গেজেট আকারে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের পদ পুনর্বহাল করতে হবে।’
উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংশোধিত গেজেট প্রকাশ করে। এতে ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষকের দুটি পদ বাতিল করা হয়।