আটপাড়ায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত — ঐক্যবদ্ধতার অঙ্গীকারে আটপাড়া উপজেলা
মোঃ আশিক মিয়া, আটপাড়া (নেত্রকোণা): প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ।
নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ডাঃ রফিকুল ইসলাম ইলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি এড. নূরুজ্জামান নুরু, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল কাদের সুজা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সালাউদ্দিন খান মিলকী।
সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।
বক্তারা বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করলেই একটি সুন্দর, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা সবাই মিলে সেই লক্ষ্যেই কাজ করছি।”
বর্ধিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে সভাস্থলে যোগ দেন। উপস্থিত সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে সভায় অংশ নেন।
১নং শুরমোশিয়া ইউনিয়নের নেতা আব্দুর রব মাস্টার বলেন, “আজকের বর্ধিত সভায় আমি দুই হাজার মানুষ নিয়ে এসেছি। আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
এছাড়াও মহিলা দলের উপজেলা সাধারণ সম্পাদক লাক্ষি আক্তার বলেন, “আমি এক হাজার মহিলা নেত্রী ও কর্মীকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা নারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।”
সভায় অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যের আহ্বানে উচ্ছ্বসিত হয়ে বলেন — “আমরা সবাই একসাথে কাজ করবো, নতুন বাংলাদেশ গড়বো।”