মুক্তির পর থেকেই আলোচনায় ‘বাহুবলি’র নতুন চমক
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলি: দ্য এপিক’। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ ও আলোচনা তুঙ্গে। প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া অভিনীত এই মহাকাব্যিক সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পায়, এর আগের দিন বাছাই করা কিছু হলে প্রিমিয়ার আয়োজন করা হয়েছিল। আর মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই সিনেমাটি ‘বাহুবলি: দ্য বিগিনিং’–এর হিন্দি ওপেনিং উইকেন্ডের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলি: দ্য এপিক’। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ ও আলোচনা তুঙ্গে। প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া অভিনীত এই মহাকাব্যিক সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পায়, এর আগের দিন বাছাই করা কিছু হলে প্রিমিয়ার আয়োজন করা হয়েছিল। আর মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই সিনেমাটি ‘বাহুবলি: দ্য বিগিনিং’–এর হিন্দি ওপেনিং উইকেন্ডের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ট্রেড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম স্যাকনিল্কের তথ্যমতে, রোববার (২ নভেম্বর) ‘বাহুবলি: দ্য এপিক’ ভারতে আনুমানিক ৪.৪৬ কোটি রুপি আয় করেছে। যদিও আগের দিনের তুলনায় কিছুটা কম, তবুও তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ২২.৫৬ কোটি রুপি, যা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলি: দ্য বিগিনিং’-এর হিন্দি উইকেন্ড সংগ্রহ ২২.৩৫ কোটি রুপিকে অতিক্রম করেছে।
সিনেমাটি মুক্তির প্রথম দিন প্রিমিয়ারসহ মোট আয় করে ৯.৬৫ কোটি রুপি, যার মধ্যে প্রিমিয়ার থেকেই আসে ১.১৫ কোটি রুপি। দ্বিতীয় দিন শনিবার ইতিবাচক প্রতিক্রিয়া থাকলেও আয় নেমে আসে ৭.৩ কোটিতে। প্রথম দুই দিনেই সিনেমার বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৩১.৪০ কোটি রুপি, যা রি-রিলিজ হওয়া কোনও সিনেমার জন্য ভারতের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং।
‘বাহুবলি: দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫ এবং ‘বাহুবলি টু: দ্য কনক্লুশন’ আসে ২০১৭। মূল দুটি চলচ্চিত্রের মোট দৈর্ঘ্য যেখানে ছিল পাঁচ ঘণ্টার বেশি, সেখানে ‘বাহুবলি: দ্য এপিক’ সংস্করণটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪৪ মিনিট। এই সিনেমায় প্রভাস অভিনয় করেছেন শিবুড়ু ও অমরেন্দ্র বাহুবলি চরিত্রে, রানা দাগ্গুবতী ভল্লালদেব, আনুশকা শেঠি দেবসেনা, আর তামান্না ভাটিয়া অবন্তিকার ভূমিকায়। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রম্যা কৃষ্ণান, সত্যরাজ ও নাসার।