কুষ্টিয়ায় দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সরকারি কলেজ মোড়ে পুনরায় দোকানঘর নির্মাণ এবং এ সংক্রান্ত ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে দুটি সামাজিক সংগঠন। বাসযোগ্য পৌরসভা ও সুশৃঙ্খল সড়কের দাবিতে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
কুষ্টিয়া সরকারি কলেজ মোড়ে পুনরায় দোকানঘর নির্মাণ এবং এ সংক্রান্ত ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে দুটি সামাজিক সংগঠন। বাসযোগ্য পৌরসভা ও সুশৃঙ্খল সড়কের দাবিতে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত মাসের ২২ তারিখে কলেজ মোড়ের ২১টি দোকানঘর অবৈধ ঘোষণা করে উচ্ছেদ করেছিল পৌর কর্তৃপক্ষ। সেই একই জায়গায় মাত্র ৯ দিনের ব্যবধানে পুনরায় দোকান নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ছাড়া, সরকারি এসব জায়গা অবৈধভাবে দখলের অনুমতি দিয়ে প্রায় ৩ কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনসহ বিভিন্ন দায়িত্বশীল দপ্তরের এসব অনিয়ম-দুর্নীতিতে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের পর জনপ্রতিনিধিকে অপসারণের পর তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এসব কর্মকর্তারা নাগরিকদের সুবিধার কথা না চিন্তা করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগে প্রশ্নফাঁস ও অনিয়ম-দুর্নীতি তার স্পষ্ট উদাহরণ। সিভিল সার্জনের প্রশ্নফাঁস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই কলেজ মোড়ের জায়গা অবৈধভাবে বরাদ্দ দিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করছে প্রশাসন। পৌর নাগরিকদের জীবনযাত্রার কথা না চিন্তা করে তারা দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে। অবিলম্বে এসব অপকর্ম বন্ধ না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান আপু বলেন, ‘কুষ্টিয়াবাসী দীর্ঘদিন ধরে যানজট সমস্যায় জর্জরিত। আগামী পাঁচ বছরের মধ্যে কুষ্টিয়া শহরে বসবাস করতে পারবেন না। অনেক আগে থেকেই অপরিকল্পিতভাবে রাস্তাঘাট, দোকানপাট নির্মাণ করা হয়েছে। একথা কেউ চিন্তা করেনি যে, জনসংখ্যা বাড়বে, দোকানপাট বাড়বে, গাড়ি-ঘোড়া বাড়বে, রাস্তা প্রশস্ত করা প্রয়োজন হবে। যার ফলে আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে। এর থেকে উত্তরণের রাস্তা খুঁজে বের করতে হবে।’ কলেজ মোড়ে ওষুধের দোকানগুলোর প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘দোকানগুলো যদি অবৈধ না হয় তবে ভাঙলেন কেন? তারাও তো ব্যবসাই করছিল। আর ওইসব জায়গার মালিক কারা, বরাদ্দ দিল কে? যদি রাস্তা প্রশস্ত করার উদ্দেশ্যে ভাঙা হয় তবে আবার দোকান নির্মাণ শুরু হলো কেন? যদি দোকান নির্মাণ করতেই হয় তবে রাস্তা প্রশস্ত করার পর জনমতামত নিয়ে নির্মাণ করুন।’ এ ছাড়া, কলেজ মোড়ে যেসব ব্যবসায়ীর দোকানপাট ভাঙা হয়েছে তাদের প্রতি সহানুভূতি রয়েছে বলে জানান তিনি।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবুর সভাপতিত্বে ও নিসচা'র সাধারণ সম্পাদক শাহারিয়া ইমনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব কে এম জাহিদ, জাহাঙ্গীর হাফিজ লালু, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান আহমেদ, আপ বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক সুলতান মারুফ তালহা, গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বিএনপি নেতা আমজাদ হোসেন বিদ্যুৎ, এসএম আতাউল গণি উসমান, এনসিপি নেতা রাসেল পারভেজ, গণ অধিকার পরিষদের নেতা ও সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌকির, দুর্নীতি বিরোধী ছাত্র-জনতার অন্যতম নেতা আলী মুজাহিদ প্রমুখ।
এছাড়া, কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, কার্যকরী সদস্য খন্দকার সোহেল টানু, অঞ্জন কৃষ্ণ শীল শুভ ও আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।