ইবি থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক জাহিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া
আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া, ইবি থানা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক আবু জাহিদ ভাইয়ের অকাল মৃত্যুতে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিত্তিপাড়া (কুঠি)বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুষ্টিয়া, ইবি থানা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক আবু জাহিদ ভাইয়ের অকাল মৃত্যুতে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিত্তিপাড়া (কুঠি)বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,ইবি থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক (রাজ), সাধারণ সম্পাদক মাসুম রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,আশরাফুল ইসলাম, নাজমুল হোসেন, তিতাস আহমেদ, মহসিন কবিরসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিত্তিপাড়া কুঠি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আদনান। তিনি দোয়ার মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
সাংবাদিক আবু জাহিদ ছিলেন ইবি এলাকার একজন দায়িত্বশীল, নির্ভীক ও নীতিনিষ্ঠ সংবাদকর্মী। তিনি নবদেশ ২৪ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন।পেশাগত জীবনে তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন। তাঁর হঠাৎ মৃত্যু সংবাদে সহকর্মী সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।
মরহুমের পরিবারও এ সময় উপস্থিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান, যাতে আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন।