আটপাড়ায় লায়ন্স আই কেয়ার সেন্টার অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ আশিক মিয়া,আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
নেত্রকোণার আটপাড়া উপজেলার পাঁচ আটিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে “লায়ন্স আই কেয়ার সেন্টার অ্যান্ড হাসপাতাল” আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প।
নেত্রকোণার আটপাড়া উপজেলার পাঁচ আটিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে “লায়ন্স আই কেয়ার সেন্টার অ্যান্ড হাসপাতাল” আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প।
সাধারণ মানুষের চক্ষু সমস্যার সাশ্রয়ী সমাধান দিতে এ ক্যাম্পে ভিজিটিং ফি রাখা হয় মাত্র ৩০ টাকা। অল্প টাকায় মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা পেয়ে এলাকাবাসী ব্যাপক সন্তোষ প্রকাশ করেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
লায়ন্স আই কেয়ার সেন্টার অ্যান্ড হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগণ বিনয় ও আন্তরিকতার সঙ্গে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ক্যাম্পটি পরিদর্শন করে আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন,
“এমন উদ্যোগ গ্রামীণ জনগণের জন্য আশীর্বাদস্বরূপ। অল্প টাকায় মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া সত্যিই প্রশংসনীয়।”
ক্যাম্পে আগত সাধারণ মানুষ জানান, আগে চোখের চিকিৎসার জন্য দূরে যেতে হতো, এখন কাছেই সহজে চিকিৎসা পাওয়া যাচ্ছে—এতে সময় ও খরচ দুই-ই কমছে।
লায়ন্স আই কেয়ার সেন্টার অ্যান্ড হাসপাতালের এ ধরনের সেবা কার্যক্রম এলাকায় দারুণ প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ফ্রি বা স্বল্পমূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসেই মানসম্মত চিকিৎসা পেতে পারেন।