মেহেরপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০৬, মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
 

 

মেহেরপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ )বিকালে ৪টা  সময় সড়ক বিভাগের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে সমাবেশ করা হয়।

 সাবেক ছাত্রনেতা আহমেদ রাজিব খানের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাইদুল হক জাহিদ। এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক ছামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওশেদ আহমেদ রনি, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বিপ্লব প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বাবু সাবের, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক সাইদুর সুজন, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়