আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ আশিক মিয়া আটপাড়া (নেত্রকোণা): প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর ২০২৫, সোমবার সকালে উপজেলা সদরে এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া থানা সভাপতি মোঃ আলহাজ্ব মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আটপাড়া থানা সাধারণ সম্পাদক মোঃ রফিক। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ আলহাজ্ব মাসুম চৌধুরী বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকে সব সময় দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী বাংলাদেশ আরও সুন্দর ও উন্নত হবে।”
সাধারণ সম্পাদক মোঃ রফিক তার বক্তব্যে বলেন—
“আগামী নির্বাচনে আমরা দলীয় প্রতীকের পক্ষে কাজ করব। যাকে দল মনোনয়ন দেবে, তাকেই সমর্থন জানাতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে তারেক রহমানের নির্দেশনা মেনে চললেই বিজয় আমাদের হবে।”
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে যুবদল নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। উপজেলা প্রাঙ্গণে একসাথে গাছ রোপণ করে তারা পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষও বক্তাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, “আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব, দেশের কল্যাণে কাজ করব।”
দিনব্যাপী আয়োজনে ছিল প্রাণচাঞ্চল্য, স্লোগানে মুখরিত পরিবেশ ও সংগঠনের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচি আটপাড়ার রাজনীতিতে নতুন উদ্দীপনা ও সংগঠিত শক্তির বার্তা দিয়েছে।