কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্ট মোঃ রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২২, মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনার কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজার ব্রয়লার  মাঠে গিয়ে শেষ হয়।

নেত্রকোনার কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজার ব্রয়লার  মাঠে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানটিকে ঘিরে আটটি ইউনিয়ন থেকে সহস্রাধিক  যুবদল ও বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। স্টেডিয়াম মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ  ও দলীয় স্লোগানে মুখরিত পরিবেশ। “ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে যুবদলের অগ্রযাত্রা অব্যাহত থাকুক” — এমন স্লোগানে মুখর ছিল গোটা মাঠ ও র‍্যালিপথ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম এ মতিন,  আনোয়ার হোসেন বাচ্চু ও কলি আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মণ্ডল, ডা, রফিকুল ইসলাম. দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল,  কোষাধক্ষ্য জাফর আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির , সিনিয়র  যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক হাসান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ, আয়নল সদস্য সচিব ইয়াসিন আরাফাত,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দিনব্যাপী এই কর্মসূচিতে বক্তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে সংগঠিত করার আহ্বান জানান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়