ইবির দুই বিভাগের নাম পরিবর্তন

মিনহাজুর রহমান মাহিম , ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০১, মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ফাইল ফটো

ফাইল ফটো

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে আল-ফিকহ অ্যান্ড ল' এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তী সিন্ডিকেটে নাম চূড়ান্ত অনুমোদনের জন্য উন্থাপন করা হবে।

আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সায়েম আহমেদ বলেন, 'গত বছরের ২রা সেপ্টেম্বর বিভাগের সকল শিক্ষার্থী মিলে নাম পরিবর্তন করে দুইটি নামের প্রস্তাবনা দেওয়া হয়- আল ফিকহ অ্যান্ড ল' এবং ল' অ্যান্ড আল ফিকহ। পরবর্তীতে শিক্ষকরা দুইটি নাম থাকায় সিদ্ধান্ত নেয় নি এবং বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে আল ফিকহ অ্যান্ড ল' নামটি চূড়ান্তভাবে পরিবর্তনের জন্য একাডেমিক কাউন্সিলে পাঠাতে অনুরোধ করে। কিন্তু শিক্ষকরা এতে রাজি না হওয়ায় গত ১৭ মে শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং পরবর্তীতে শিক্ষকরা দাবির মুখে বিভাগের নাম পরিবর্তনের জন্য একাডেমিক কাউন্সিলে প্রস্তাবনা দেয়।'

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘আজকের একাডেমিক কাউন্সিলে দুইটি বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারমাঝে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন নাম হবে আল-ফিকহ অ্যান্ড ল' এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম হবে এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি। আগামী সিন্ডিকেটে অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।’

উল্লেখ্য, গত ১৭ মে বিভাগের সামনে নাম পরিবর্তনের জন্য অবস্থান কর্মসূচি পালন করে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এবং গত ২৯ জানুয়ারি প্রশাসন ভবনের সামনে নাম পরিবর্তনের জন্য অবস্থান কর্মসূচি পালন করে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়