নেত্রকোণার কলমাকান্দায় রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপুজা অনুষ্ঠানে গণতন্ত্র রক্ষা ও নির্বাচনী স্বচ্ছতার আহ্বান

পিআরের নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে: ব্যারিস্টার কায়সার কামাল

রিপন মিয়া || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫৯, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
ছবি :  বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জামায়াত পিআরের নামে দেশের জনগণকে বিভ্রান্ত করে নতুন ষড়যন্ত্র করছে এবং গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের মানুষ ভোট প্রদানে উন্মুখ এবং সকলের উচিত তাদের দাবিকে গণতান্ত্রিকভাবে মেনে নেওয়া। এসব কথা তিনি নেত্রকোণার কলমাকান্দায় রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপুজা অনুষ্ঠানে উপস্থিতদের সামনে বলেন।


 

বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোণার কলমাকান্দায় রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপুজা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, “পিআরের নামে জামায়াত দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পিআরের জন্য জীবন দেয়নি, রক্ত দেয়নি। যারা পিআরের দাবী করছেন, তারাও অনেকেই বুঝতে পারছেন না।”

তিনি আরও বলেন, “জামায়াত পিআরের নামে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করছে যেন গণতান্ত্রিক পরিবেশ তৈরী না হয়। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেননি। হাজার হাজার মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। এখন জনগণ ভোট দিতে উন্মুখ। যারা গণতন্ত্র বিশ্বাস করেন, তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করুন এবং জনগণ দেখুক যে তারা কতটুকু একমত।”এসময় রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি অনুজ চক্রবর্তী, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কায়সার কামাল আরও আহ্বান জানান, সকল রাজনৈতিক দলের উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করা।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়