ঝাউডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত”

সোহরাব হোসেন সৌরভ সাতক্ষীরা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১১:৫৩, সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
ছবি :  বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার। সম্মেলনটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম, মো. আলমগীর হোসেন আলম, খালিদ হাসান সুমন, সাদ্দাম হোসেন, সদস্য আজমল হোসেন ও কামরুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম ও মোফাচ্ছেল হোসেন মধুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী স্বেচ্ছাসেবক দলের কর্মীরা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে। সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শেষে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে আগাম কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। কর্মী সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়