মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে নিউ বোম্বে বেকারি অ্যান্ড সুইটসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে নিউ বোম্বে বেকারি অ্যান্ড সুইটসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে দেখা যায়, বেকারিটি দীর্ঘদিন ধরে বাজারজাত করছিল এমন কিছু খাদ্যপণ্য, যেগুলোর মান নিয়ন্ত্রণের অভাব ছিল এবং অনেক পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এসব অপরাধের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৫১ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর এবং সেনাবাহিনীর একটি দল। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।