দুর্ভিক্ষ নিয়ে পর্দার হাল্ক, ‘গাজাকে অনাহারে থাকতে দিয়েন না’

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪০, মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আমেরিকার জনপ্রিয় চলচ্চিত্র তারকা মার্ক রাফালো গাজায় চলমান দুর্ভিক্ষ ও ইসরায়েলের সামরিক অভিযানকে তীব্র সমালোচনা করেছেন। তিনি এটিকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ ও ‘নাগরিক হত্যার অপরাধমূলক কর্মসূচি’ বলে উল্লেখ করেছেন।

আমেরিকার জনপ্রিয় চলচ্চিত্র তারকা মার্ক রাফালো গাজায় চলমান দুর্ভিক্ষ ও ইসরায়েলের সামরিক অভিযানকে তীব্র সমালোচনা করেছেন। তিনি এটিকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ ও ‘নাগরিক হত্যার অপরাধমূলক কর্মসূচি’ বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় রাফালো বলেন, ‘এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো খরা নয়। এটি মানবসৃষ্ট বিপর্যয়। ইসরায়েল ও আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ হত্যা করছে।’

তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গাজাকে অনাহারে থাকতে দিয়েন না। কথা বলুন। যতক্ষণ না ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় ততক্ষণ থামবেন না। অবশ্যই বন্দিদের মুক্ত করতে হবে, আর শিশু হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ইতোমধ্যেই নিহতদের ৮০ শতাংশেরও বেশি বেসামরিক। এটি পাগলামি।’

‘অ্যাভেঞ্জার্স’সহ একাধিক অস্কারমনোনীত চলচ্চিত্রে অভিনয় করা পর্দার হাল্কখ্যাত রাফালো সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন—‘আপনারা বলেন ক্ষুধার্ত মানুষের প্রতি দয়া আছে, যুদ্ধ বন্ধ করতে চান। তাহলে কিছু করেন। জার্মানি, ইউরোপ, যুক্তরাজ্য—আপনারা কী করবেন? আমরা কি শুধু বসে থেকে এই হত্যাযজ্ঞ দেখব? এটি ভয়াবহ ও হৃদয়বিদারক।’

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা, আর খাদ্যঘাটতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ।

উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়