জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন: সভাপতি ড. সালেহউদ্দিন, সদস্য সচিব সৈয়দা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৪০, বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমে পরামর্শ প্রদানের লক্ষ্যে জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে কমিটির সভাপতি এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমে পরামর্শ প্রদানের লক্ষ্যে জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে কমিটির সভাপতি এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন গঠিত ৭ সদস্যের এ কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি যুগ্মসচিব ও তার ঊর্ধ্বপদে থাকা কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।

এছাড়া, কমিটিকে সচিব পর্যায়ের সহায়তা প্রদান করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়