ফোনে পুতিনকে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং ভবিষ্যতেও চাবে না। স্থানীয় সময় সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং ভবিষ্যতেও চাবে না। স্থানীয় সময় সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পেজেশকিয়ান বলেন, ‘ইরান তার ধর্মীয় বিশ্বাস ও প্রতিরক্ষামূলক নীতির ভিত্তিতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, চাচ্ছে না এবং ভবিষ্যতেও চাইবে না।’
তিনি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
অন্যদিকে, প্রেসিডেন্ট পুতিন ইরান-রাশিয়া সম্পর্ককে ‘গঠনমূলক ও ক্রমোন্নতিশীল’ আখ্যা দেন। তিনি জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে দুই দেশের বাণিজ্য ১১ শতাংশ বেড়েছে এবং রাশত-আস্তারা রেলপথসহ বড় প্রকল্পে সহযোগিতা এগিয়ে চলছে।
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যৌথ কাজ সঠিক সময়ে অগ্রসর হচ্ছে এবং নতুন জ্বালানি সরবরাহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌঁছানো হচ্ছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে মস্কো ‘মৌলিক ও প্রশ্নাতীত’ বলে মনে করে উল্লেখ করেন তিনি।
পুতিন আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়েও পেজেশকিয়ানকে অবহিত করেন। তিনি জানান, বৈঠকটি পুরোপুরি ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এবং বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।
এ প্রসঙ্গে ইরানি প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, আলাস্কার এই সমঝোতাগুলো বাস্তবায়িত হলে ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান হতে পারে। একইসঙ্গে তিনি তার আর্মেনিয়া সফরের কথা উল্লেখ করে জানান, দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ইরান ও রাশিয়ার উদ্বেগকে সর্বশেষ আলোচনায় গুরুত্ব দিয়েছেন।
পেজেশকিয়ান আরও বলেন, ককেশাস অঞ্চলের নিরাপত্তা ইস্যু সমাধানে ইরান-রাশিয়াসহ আঞ্চলিক প্রতিবেশীদের নিয়ে গঠিত ‘৩+৩’ ফরম্যাটই সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
সূত্র: আইআরএনএ