নিউ ইয়র্কে মাহফুজ আলমের উপর হামলায় এনসিপির নিন্দা

অনলাইন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৯, মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। একইসাথে কনস্যুলেট অফিসে ভা*ঙচুর চালিয়ে তারা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি আক্রমণ করেছে বলে অভিযোগ দলটির।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। একইসাথে কনস্যুলেট অফিসে ভা*ঙচুর চালিয়ে তারা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি আক্রমণ করেছে বলে অভিযোগ দলটির।

মঙ্গলবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে এনসিপি বলছে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত এ অনুষ্ঠানে হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও তাদের ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও মাফিয়া চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা শুধু জুলাই গণহত্যাকে অস্বীকার করেই ক্ষান্ত হয়নি বরং তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরেও জারি রেখেছে।

এনসিপির দাবি, এই হামলা ছিল একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ এবং এটি আওয়ামী লীগের ‌ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও মাফিয়া চরিত্রের প্রকাশ। সংগঠনটি দাবি করেছে, শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিসরেও আওয়ামী লীগের “সন্ত্রাসী কার্যক্রম” অব্যাহত রয়েছে।

এনসিপি এই ন্যাক্কারজনক হা*মলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, কনস্যুলেট অফিসে হাম*লার ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ সকল আইনী ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানাচ্ছি।

তারা বলছে, এছাড়া সম্প্রতি টকশো, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যাকে স্বাভাবিকীকরণের যে অপপ্রয়াস চলছে - কনস্যুলেট হামলা, কলকাতায় আওয়ামী লীগ কার্যালয় স্থাপন ও বিভিন্ন ফোরামে অভ্যুত্থানকে ‘ষড়যন্ত্র’ হিসেবে উপস্থাপন— সবই আওয়ামী স*ন্ত্রাসের ধারাবাহিকতা ও বৃহত্তর চক্রান্তের অংশ বলে আমরা মনে করি।

সংগঠনটি আরও অভিযোগ করেছে, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিবাদ জানানো হয়নি। এনসিপি এর তীব্র সমালোচনা করে সরকারের সুস্পষ্ট অবস্থান ও পদক্ষেপ দাবি করেছে।

এনসিপি আওয়ামী লীগের সহিংস কার্যক্রমের প্রেক্ষিতে এটিকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করতে যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে। পাশাপাশি, এই সন্ত্রাসীদের তথ্য ও প্রমাণ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে অভ্যুত্থানের শক্তি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়