ফজলুর রহমানের বাসার সামনে চলছে বিক্ষোভ, সেনা মোতায়েন
অনলাইন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র ও সাধারণ জনতা বিক্ষোভে নেমেছে। বিক্ষোভকারীরা তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র ও সাধারণ জনতা বিক্ষোভে নেমেছে। বিক্ষোভকারীরা তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের পাশে ফজলুর রহমানের বাসার সামনে এই বিক্ষোভ শুরু হয়।
সম্প্রতি তিনি জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ হিসেবে আখ্যায়িত করায় এ ক্ষোভের সূত্রপাত। আন্দোলনকারীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এক ছাত্র আন্দোলনকারী বলেন, ‘বিএনপির ফজলুর রহমান আমাদের ‘রাজাকারের বাচ্চা’ এবং ‘কালো শক্তি’ বলে যেভাবে আখ্যা দিয়েছেন, তাতে আমরা চরমভাবে ক্ষুব্ধ। আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই।’
তিনি আরও বলেন, ‘তিনি (ফজলুর রহমান) বলেছেন আমরা ২৪ তারিখে অভিনয় করছি। তাহলে আজকের দিনে আমরা গ্রেপ্তারের অভিনয়টাই করবো।’
আরেকজন আন্দোলনকারী বলেন, ‘আমরা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না। তারা আমাদের অবমূল্যায়ন করছে।’
ফজলুর রহমানের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এছাড়াও তার নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
এদিকে, বিএনপি দলীয়ভাবে ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের ‘মানহানিকর ও অবমাননাকর মন্তব্যের’ বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।