হাসপাতালে ইসরায়েলি হামলা, চার সংবাদিকসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:১৭, সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দক্ষিণ গাজা অঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক।

দক্ষিণ গাজা অঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক।

রাস্তার সংবাদ সংস্থা রয়টারের একজন ক্যামেরাম্যান এবং অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একজন সাংবাদিক নাসের হাসপাতালের হামলায় নিহত হয়েছেন। অন্য দুই সাংবাদিক আল জাজিরা এবং এনবিসি-র জন্য কাজ করতেন বলে জানা গেছে।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রথম হামলায় কয়েকজন নিহত হন এবং পরে রেসকিউ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থাকাকালীন দ্বিতীয় হামলায় আরও কিছু মানুষ নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিক মন্তব্য করেনি।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, হাসপাতালের উপরের তলায় ধোঁয়ার ছায়া ওঠছে, যেখানে ক্ষতি পরিলক্ষিত হয়েছে। এটি দক্ষিণ গাজার প্রধান হাসপাতাল।

বাইরে মানুষরা দৌড়াচ্ছে এবং চিৎকার করছে, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে।

একটি ভিডিওতে দেখা যায়, একজন ডাক্তার সাংবাদিকদের দেখানোর জন্য রক্তমাখা জামা ধরছেন, ঠিক তখনই আরেকটি হামলা হয়।

রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি নিহত হয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, তাদের ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম দাগা নিহত হয়েছেন। সংস্থাটি ৩৩ বছর বয়সী তার মৃত্যুর ঘটনায় ‘ধাক্কা লাগা ও শোকপ্রকাশ’ করেছে।

অন্যদের মধ্যে আল জাজিরার জন্য কাজ করা মুহাম্মদ সালামেহ এবং আমেরিকান টিভি নেটওয়ার্ক এনবিসি-র ফটোগ্রাফার মুআথ আবু তাহা রয়েছেন।

সিভিল ডিফেন্সের বরাতে এএফপি জানিয়েছে, হামলায় ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে তাদের একজন সদস্যও আছেন।

সূত্র: বিবিসি

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়