বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাসের কোনো চুক্তি হয়নি: মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৯, সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জামব্রি আবদ কাদির।

মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জামব্রি আবদ কাদির।

তিনি জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকালীন সময়ে মালয়েশিয়ার সঙ্গে এমন কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, যার মাধ্যমে দেশটি ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেবে।

শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে জামব্রি বলেন, ‘শুধুমাত্র একটি বাংলাদেশি পত্রিকার প্রতিবেদনকে ভিত্তি করে কেদাহ রাজ্যের শিল্প, বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আবদুল্লাহ যে দাবি করেছেন আমি এ বিষয়ে সম্মতি দিয়েছি, তা একেবারেই মিথ্যা ও অসত্য।’

তিনি আরও বলেন, হাইম হিলমানের এই বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। তার দাবির সিদ্ধান্তে মালয়েশিয়ার জনগণ উদ্বিগ্ন।

জামব্রি বলেন, ‘একজন একাডেমিক পটভূমির মানুষ হিসেবে তার উচিত ছিল যাচাই-বাছাই করে নির্ভরযোগ্য ও সঠিক তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়া। অনুমান বা অবৈজ্ঞানিক তথ্য ছড়ানো একাডেমিক নীতিমালার পরিপন্থী।’

মন্ত্রী আরও সতর্ক করে বলেন, ‘ভুল তথ্য উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং সামাজিক মাধ্যমে ভাইরালের কনটেন্ট বানানোর সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা উচিত।’

উল্লেখ্য, এর আগে ড. হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দাবি করেছিলেন- মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজ করার সুযোগ দেওয়া হবে। তবে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় এই দাবিকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলেই নাকচ করেছে।

সূত্র: দ্য স্টার

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়