অর্থ থাকলেই মিলবে ওমানের গোল্ডেন ভিসা, যত টাকা লাগবে

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১১, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আগামী ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে ওমান। মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতেই এই বিশেষ ভিসা ব্যবস্থা করা হয়েছে। এ ভিসা হাতে পেলে দীর্ঘ মেয়াদে ওমানে বসবাসের সুযোগ মিলবে। এক নজরে দেখে নিন নতুন এই ভিসার সব বিস্তারিত— 

আগামী ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে ওমান। মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতেই এই বিশেষ ভিসা ব্যবস্থা করা হয়েছে। এ ভিসা হাতে পেলে দীর্ঘ মেয়াদে ওমানে বসবাসের সুযোগ মিলবে। এক নজরে দেখে নিন নতুন এই ভিসার সব বিস্তারিত— 

ওমানের গোল্ডেন ভিসা দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত

১০ বছরের ভিসা: এই ভিসার জন্য আপনাকে কমপক্ষে ৫ লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে। যা বাংলাদেশি অর্থে ১৫ কোটি ৫০ লাখ টাকার সমান।

কোথায় বিনিয়োগ করতে হবে?

ওমানের রিয়েল এস্টেটে সম্পত্তি কেনা, ওমানি কোম্পানিতে বিনিয়োগ করা এবং কমপক্ষে ৫০ জন ওমানি নাগরিককে চাকরি দেওয়ার শর্তে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা।

৫ বছরের ভিসা: এই ভিসার জন্য আপনাকে কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে। যা বাংলাদেশি অর্থে ৭ কোটি ৯০ লাখ টাকার সমান।

এ ভিসার জন্য কোথায় বিনিয়োগ করতে হবে?

এ ভিসার জন্য রিয়েল এস্টেটে সম্পত্তি কিনতে, বা ওমানি কোম্পানিতে বিনিয়োগ করতে হবে বা সরকারের ডেভেলপমেন্ট বন্ড কিনতে হবে।

আবেদনের জন্য কিছু সাধারণ যোগ্যতা

আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, আবেদনকারীর কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না এবং নিজের ও পরিবারের সদস্যদের (যদি থাকে) জন্য যথেষ্ট আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে।

গোল্ডেন ভিসার সুবিধা—

দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি, নিজস্ব ব্যবসার মালিকানা ও পরিচালনার অধিকার, ওমানের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি এবং পরিবারের সদস্যদের (যেমন, স্ত্রী এবং সন্তান) জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুযোগ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়