ইসহাক দারের সঙ্গে প্রাতরাশ বৈঠকে গভর্নরসহ দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ দেশের অর্থনীতি ও বিনিয়োগ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ দেশের অর্থনীতি ও বিনিয়োগ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
আজ রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকটি এখনো চলমান রয়েছে। এ সময় উপস্থিত আছেন- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান ড. আশিক চৌধুরী।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বৈঠকটি ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।