গুলশানে চাঁদাবাজির ঘটনায় সরকারের কেউ জড়িত কিনা স্পষ্ট করার আহ্বান

অনলাইন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:১২, বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি, যাতে জাতির সামনে প্রকৃত চিত্র উঠে আসে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানকাণ্ড নিয়ে যথাযথ তদন্ত না হলে সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে জনমনে আরও প্রশ্ন তৈরি হবে। জনগণের আস্থা অর্জনের জন্য এই ধরনের গুরুতর ঘটনার সত্য উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য পরিহার করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। যারা নির্বাচন বয়কট কিংবা বানচালের চেষ্টা করবে, তাদের জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব পক্ষকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়