আটপাড়া উপজেলায় নির্বাচনী প্রচারে আটিকান্দা-মহড়াকান্দায় জনসভা অনুষ্ঠিত

মোঃ আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৩২, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে আটিকান্দা-মহড়াকান্দা গ্রামে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আটপাড়া থানা সভাপতি মোঃ আলহাজ্ব মাসুম চৌধুরী এবং সঞ্চালনা করেন আটপাড়া থানা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ মনোনীত প্রার্থী ডঃ রফিকুল ইসলাম ইলালী। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ ভোটাররা।

সভায় বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডঃ রফিকুল ইসলাম ইলালীকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়