মেহেরপুরে ডিবি'র অভিযানে ১০ বোতল মদসহ গ্রেফতার ১
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিবির একটি আভিযানিক দল সোনাপুর গ্রামের মো. নুর ইসলামের চায়ের দোকানের সামনে সোনাপুর থেকে মাঝপাড়া গামী পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম মুজিবনগর উপজেলার মাঝেরপাড়া (পুশকোনীপাড়া) এলাকার বাসিন্দা। তিনি মো. আইয়ুব আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় শফিকুল ইসলামের হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামতসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুরের অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।