আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২১, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে কয়েকটি পথসভায়ও অংশ নেবেন তিনি। রাতে নিজ জেলা বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান।

এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি। মহানগরের মাদ্রাসা মাঠে তৈরি করা হচ্ছে বিশাল সমাবেশ মঞ্চ। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা।

সফর উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বুধবার সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থানীয় নেতারা। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর সমাবেশে তিনটি জেলার মোট ১৩ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

রাজশাহীর কর্মসূচি শেষে তিনি নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন। খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম রাজশাহীতে কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছেন সম্প্রতি বিএনপির হাল ধরা তারেক রহমান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়