যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি দিল ইরান সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০৩, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতিকে ‘গুরুত্বহীন’ বলে মন্তব্য করেছেন ইরান সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। এ ধরনের শক্তি প্রদর্শনে তেহরান বিচলিত নয় এবং কোনো ধরনের সংঘাত হলে তার মূল্য চুকাতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) এক বক্তব্যে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে সাইয়ারি বলেন, ‘স্থল, সমুদ্র কিংবা আকাশ, যেখান থেকেই হুমকি আসুক না কেন তাতে কিছু যায় আসে না। যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ‘দুঃসাহসিক’ পদক্ষেপের জন্য ‘শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে’।

তিনি যুক্তরাষ্ট্রের নৌ-সমরসজ্জা বৃদ্ধিকে প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।

সাইয়ারির মতে, এটি দীর্ঘদিনের তথাকথিত ‘গানবোট কূটনীতি’র অংশ, যেখানে বড় বড় যুদ্ধজাহাজ মোতায়েন করে প্রকৃত শক্তি প্রদর্শনের চেয়ে ভীতি সৃষ্টির চেষ্টা বেশি করা হয়।

ইরান সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ইরান প্রয়োজনে জবাব দিতে প্রস্তুত আছে এবং উত্তেজনা বাড়লে মার্কিন বাহিনীও গুরুতর ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়