মানবিকতা, শিক্ষা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্তে সরিষাবাড়ির ইউএনও মোঃ তাসনিমুজ্জামান

সিফাত, সরিষাবাড়ি(জামালপুর): || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২৮, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সরিষাবাড়ি উপজেলা যেন এক মানবিক অভিভাবকের ছায়ায়—যার নাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান। দায়িত্ব পালনের সীমা ছাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই যেন তার নেশা ও অঙ্গীকার।
হঠাৎ গভীর রাতে শীতার্ত মানুষের খবর পেলে এক মুহূর্ত দেরি না করে শীতবস্ত্র নিয়ে ছুটে যান প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের দুয়ারে। মানবিক দায়িত্ব পালনে যিনি সব সময় থাকেন অগ্রসারিতে।

শুধু মানবিকতা নয়, শিক্ষার মান উন্নয়নেও তার রয়েছে সুস্পষ্ট ও কার্যকর ভূমিকা। তার সরাসরি তদারকি ও দিকনির্দেশনায় সরিষাবাড়ি উপজেলায় শিক্ষা ব্যবস্থায় এসেছে ইতিবাচক পরিবর্তন। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার পরিবেশ আগের তুলনায় অনেক বেশি গতিশীল ও মানসম্মত হয়েছে।

বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা বৃদ্ধি, পাঠদানের মান উন্নয়ন এবং ঝরে পড়া শিক্ষার্থী রোধে তার উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বমহলে। অভিভাবকরাও মনে করছেন—তার সময়কালে সরিষাবাড়ির শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
খেলাধুলার প্রতি তার রয়েছে বিশেষ অনুরাগ। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে সংগঠিত করার ক্ষেত্রে তার দক্ষতা সত্যিই প্রশংসনীয়।

উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে—কখনো উন্নয়ন কাজ পরিদর্শনে, কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কখনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে—নিরলসভাবে ছুটে চলেন তিনি। তার সহজ, বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ অল্প সময়েই সরিষাবাড়ির মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
সততা, যোগ্যতা ও দায়িত্ববোধের এক অনন্য সমন্বয় ইউএনও মোঃ তাসনিমুজ্জামান। একজন সৎ ও দক্ষ নির্বাহী কর্মকর্তা হিসেবে যেমন তিনি নির্ভরযোগ্য, তেমনি মানবিক প্রশাসক হিসেবে তিনি সরিষাবাড়িবাসীর আস্থার প্রতীক।

সরিষাবাড়িবাসীর প্রত্যাশা—এমন মানবিক, শিক্ষাবান্ধব ও কর্মঠ উপজেলা নির্বাহী অফিসারের হাত ধরেই উপজেলার শিক্ষা, উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়