উত্তেজনার মধ্যে সিআইএ প্রধানের গোপন পোল্যান্ড সফর
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ন্যাটোর পূর্বাঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ চলতি সপ্তাহে গোপনে পোল্যান্ড সফর করেছেন এবং দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে শুক্রবার পোলিশ গণমাধ্যমে জানানো হয়েছে।
আলোচনার কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও, পোলিশ মিডিয়া ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সফরটি পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চলমান উদ্বেগের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সুওয়াকি গ্যাপ’-পোল্যান্ডকে বাল্টিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংযুক্ত করেছে, যা রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের এক্সক্লেভ ও বেলারুশের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ করিডোর।
রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম জানায়, ওয়াশিংটনের একটি সূত্রের বরাতে র্যাটক্লিফ পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ এবং বিশেষ নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়কারী তোমাশ সিয়েমোনিয়াকের সঙ্গে বৈঠক করেন।
একাধিক পোলিশ গণমাধ্যম পৃথকভাবে বৈঠকটির বিষয়টি নিশ্চিত করলেও জানানো হয়েছে, আলোচনার বিষয়বস্তু প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ।
সিআইএ কিংবা পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়—কোনো পক্ষই সফরটি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
ন্যাটো জোটের মতে, রাশিয়ার সঙ্গে সংঘাতের ক্ষেত্রে সুওয়াকি গ্যাপ জোটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে পশ্চিমা কর্মকর্তারা এ অঞ্চলে গোয়েন্দা সহযোগিতা ও জরুরি পরিকল্পনার গুরুত্ব বারবার তুলে ধরেছেন।
সাম্প্রতিক সময়ে পোল্যান্ড প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে এবং দেশটিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ইউরোপে পোল্যান্ড নিজেকে একটি গুরুত্বপূর্ণ সম্মুখসারির মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই সফরের খবর এমন এক সময়ে ওয়ারশ ও ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে। এমন এক সময়ে এ সফর যখন আঞ্চলিক অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে—যদিও সহযোগিতার পরিসর নিয়ে উভয় পক্ষই নীরব অবস্থান বজায় রেখেছে।
সূত্র: আনাদোলু