ইবি থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত

আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১৮, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়া ইবি থানা প্রেসক্লাবের সাথে ইবি থানার আইনশৃঙ্খলা বাহিনীর  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩ ঘটিকায় ইবি থানা প্রেসক্লাবের কার্যালয়, বিত্তিপাড়া এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় ইবি থানার আওতাধীন সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মাসুদ রানা জানান, ইবি থানার আওতায় মোট ৫০টি ভোটকেন্দ্র রয়েছে। তবে কোনো ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। যদিও কয়েকটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইবি থানা পুলিশ সর্বদা কাজ করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লবের সাধারণ সম্পাদক  মাসুম বিল্লাহ এবং সভাপতিত্ব করেন রাজ মাহমুদ রাজ,সভাপতি ইবি থানা প্রেস ক্লাব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

তাপস সাহা (বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং দৈনিক বজ্রপাত পত্রিকার সিনিয়র সাংবাদিক।

শাহরিয়া ইমন রুবেল (কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক,তিনি বলেন ইবি থানা প্রেস ক্লাব আমাদের সকলের প্রচেষ্টায় দেশের মধ্যে মডেল প্রেস ক্লাব হিসেবে গড়ে তুলবো।

নাজমুল হাসান (দৈনিক দেশতথ্য, স্টাফ রিপোর্টার),
সৌরভ সাহা (দৈনিক সময়ের কাগজ, স্টাফ রিপোর্টার),
আশরাফুল আলম (দৈনিক কুষ্টিয়ার খবর), আজিজুল ইসলাম (বিএমএফ অনলাইন টেলিভিশনের, ইবি প্রতিনিধি),
মোঃ তিতাস আহমেদ (যশোর বার্তা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি),
জুয়েল আহমদ (দৈনিক সময়ের কাগজ, ইবি প্রতিনিধি),
মোঃ মহসিন আলী (চ্যানেল A1, স্টাফ রিপোর্টার), মোঃ সাগর আহমেদ ( দৈনিক দেশতথ্য পত্রিকার ইবি প্রতিনিধি) 
এছাড়াও উপস্থিত ছিলেন জুয়েল রানা (সময়ের কাগজ,ইবি প্রতিনিধি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উক্ত সভায় সাংবাদিকরা  নির্বাচনকালীন সময়ে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়