ছোট যমুনা নিয়ে কবিতা লিখলেন নওগাঁর পুলিশ সুপার
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
নওগাঁ শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী নিয়ে একটি কবিতা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার সকালে জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই লেখা প্রকাশ করা হয়।
পোস্টে পুলিশ সুপার জানান, সারা সপ্তাহের ব্যস্ততার পর নদীর পাড়ে কিছু সময় কাটালে তাঁর মানসিক ক্লান্তি লাঘব হয়। ভোরবেলায় ছোট যমুনার পাড়ে গিয়ে তিনি মাছ ধরতে আসা মানুষজন এবং নদীকেন্দ্রিক জীবনের চিত্র প্রত্যক্ষ করেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়েই তিনি নদী নিয়ে বিশ্বসাহিত্যের কিছু বিখ্যাত কবিতা পর্যালোচনা করেন।
পোস্টে তিনি আলফ্রেড লর্ড টেনিসনের দ্য ব্রুক, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর টু দ্য রিভার চার্লস, ল্যাংস্টন হিউজের দ্য নিগ্রো স্পিকস অব রিভারস এবং মায়া অ্যাঞ্জেলোর অন দ্য পালস অব মর্নিং কবিতার প্রসঙ্গ উল্লেখ করেন। এসব কবিতায় নদীকে জীবন, সময়, ইতিহাস ও আত্মার প্রতীক হিসেবে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েও তিনি সংক্ষেপে লিখেছেন।
এই প্রেক্ষাপটে তিনি ‘ছোট যমুনা’ শিরোনামে একটি কবিতা লেখেন। কবিতাটি নিচে তুলে ধরা হলো-
ছোট যমুনা
নওগাঁ শহরের কোল ঘেঁষে ওই, শান্ত নদীটি যায়,
ছোট যমুনা নাম যে তাহার, মিশেছে মানুষের মোহনায়।
তীরে বসে তার স্নিগ্ধ হাওয়া, জুড়ায় তপ্ত প্রাণ,
ঢেউয়ের শব্দে আজও বাজে- কত পুরনো গান।
শহরের যত স্মৃতি জমে আছে, তোমার ওই স্রোতে,
সকাল-সাঁঝে মানুষ ছোটে, তোমার পাড়ের পথে।
নাব্য হারিয়ে শীর্ণ আজ, তবুও তুমি আপন,
নওগাঁবাসীর হৃদয়ে তোমার, চিরস্থায়ী আসন।
এর আগেও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ছোট যমুনা নদী রক্ষায় সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে একাধিক পরিবেশবান্ধব পোস্ট দিয়েছেন। তাঁর এসব লেখায় নদী সংরক্ষণে মানুষের দায়িত্ব প্রশংসা ও আবেগের বিষয়টি গুরুত্ব পেয়ে এসেছে।