ছাতকে সুরমা নদীর ভাঙন থেকে মল্লিকপুর গ্রামটি রক্ষা করার দাবীতে মানববন্ধন।
ছাতক প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
সুরমা নদীর তীব্র ভাঙনের হাত থেকে ছাতকের মল্লিকপুর ও আশপাশের এলাকা রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।শুক্রবার (৩০জানুয়ারি) ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তৃরা বলেন ছাতক-আন্ধারীগাও-সুনামগঞ্জ সড়কটি ব্যবহার করে যুগ যুগ ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা শিল্পা শহর ছাতক ও ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে যাতায়াত করে আসছেন। প্রতি বছর বর্ষা মৌসুমে সুরমা নদীর ভাঙনে ধীরে ধীরে বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে মল্লিকপুর গ্রামের পীর সাহেব বাড়ির নিকটবর্তী অংশে সুরমা নদীর ভাঙন এই সড়কের পাকা পর্যন্ত পৌঁছে গেছে। এখনই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী বর্ষায় নদীর ভাঙন মল্লিক গ্রামটি বিলীন হয়ে যাওয়ার সমুহ আশংকা দেখা দিয়েছে। মসনববন্ধনে জরুরী ভিত্তিতে আগামী বর্ষার আগেই মল্লিকপুর গ্রাম এলাকায় প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে সুরমা নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করে গুরুত্বপূর্ণ এই সড়কটিসহ মল্লিকপুর গ্রাম, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর জামে মসজিদ রক্ষা করতে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। স্থানীয় ইউপি সদস্য খসরু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, কবি রুহুল ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বার নিজাম উদ্দিন, হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, ব্যবসায়ী জালাল উদ্দিন শান্ত, সমাজসেবী মিজানুর রহমান হাছনু, হেলাল উদ্দিন, স্থানীয় কাজী আবুল কালাম আজাদ, কাজি শরীফ আহমদ, মাও আব্দুল মতিন, মাসুদ আহমদ, হেলান উদ্দিন, হাসান , আবু রায়হান, হাসান আহমেদ কুঠি, জিল্লুর রহমান খান, জয়নাল উদ্দিন, কবির আহমদ, শাহ হেলান উদ্দিন, মহিম উদ্দিন, আইয়ুবুর, রমজান আলী, আলমগীর হোসেন, মাওলানা মহি উদ্দিন, আতিকুর রহমান, বদরুদ্দোজা, কয়সর আহমেদ, নেমান, রায়হান আহমদ, আসকর আলী,তোফায়েল আহমেদ, রফিক উদ্দিন, সুহেল, আমিরুল ইসলাম, শানুর আলী।