ইবি,র বিত্তিপাড়া চায়ের দোকানে ইউপি সদস্যকে কু/পি/য়ে র/ক্তা/ক্ত,ভোটের আগে সহিংসতার আভাস
ডেক্স নিউজঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নে ইউনিয়ন পরিষদের এক সদস্যের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্য শাজাহান মেম্বার (৫০)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া (কুঠি)বাজারে ইউনিয়ন পরিষদের সামনে একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার এলাকায় অবস্থানকালে ১০-১৫জনের একটি সঙ্ঘবদ্ধ দল শাজাহান মেম্বারের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় ও পিঠে আঘাত পেয়ে গুরুতর আহত হয়।পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বাজারে স্থানীয়রা আহত শাজাহান মেম্বারকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহত শাজাহান মন্ডল উজানগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজনবীপুর গ্রামের বাসিন্দা এবং সাহাদত মন্ডলের ছেলে।
ঘটনার পর বিত্তিপাড়া বাজারসহ আশপাশের এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার সাথে সাথে বাজারের দোকান পাট বন্ধ করতে থাকে ব্যবসায়ীরা।স্থানীয়দের আশঙ্কা, এ ঘটনার জেরে এলাকায় সামাজিক প্রতিহিংসায় পুনরায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।আহত ব্যক্তি একটু সুস্থ হলে কে বা কাহারা এর সাথে যুক্ত আছে সব জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের সহিংস ঘটনায় সাধারণ ভোটার ও সচেতন নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এসব ঘটনা নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করতে পারে। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সচেতন মহল।