নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গোলাম রব্বানীর পক্ষে প্রচারণায়
মোঃ রিপন মিয়া স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ১০ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানীর বিরুদ্ধে।
প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে আজ দুর্গাপুর উপজেলায় তার নেতাকর্মীরা অর্ধশত মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা-১ (১৫৭) আসনে ১০ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানীর সমর্থকেরা আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও প্রকাশ্যেই মোটরসাইকেল বহর নিয়ে প্রচারণায় অংশ নেন।
প্রশাসনের স্পষ্ট নির্দেশনা অমান্য করে এ ধরনের প্রচারণা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
তবে এ প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী বা তার প্রতিনিধিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।