ভোট জালিয়াতি বা কারচুপি করার চিন্তাও করবেন না
ভোট জালিয়াতি বা কারচুপি করার চিন্তাও করবেন না || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ওই দিবো এই দিবো, বিশেষ কোনো সুবিধা দেবো, এটা বলার অধিকার আমাদের নাই। আমরা যদি ইনসাফভিত্তিক ব্যবস্থা ফিরিয়ে দিতে পারি তাহলে এদেশে আর না খেয়ে মানুষ কষ্ট করবে না। গাছ তলায় ঘুমাবে না। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা আলোর দরজা খুলতে চাই। আলোকিত বাংলাদেশ গড়তে চাই।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দিনাজপুর গোরে শহীদ বড় মাঠে জামায়াতের আমির নির্বাচনী জনসভায় যোগ দেয়। এর আগে, দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে নেতাকর্মীসহ স্থানীয়রা দলে দলে সমাবেত হয়।
জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, সকল দলের প্রতি আহ্বান রেখে বলবো, আমাদের এই পরিবেশ উচ্চমূল্যে কেনা। তাই শহীদদের প্রতি সম্মান রাখবেন। কোনো সন্ত্রাস-চাঁদাবাজি করবেন না। এছাড়াও ভোট জালিয়াতি বা কারচুপি করার চিন্তাও করবেন না। সরকার প্রশাসনে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা দায়িত্ব নিয়ে নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করবেন।
জামায়াতের আমির আরও বলেন, ওই বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে সকল ধর্মবর্ণের সবাই একই বাগানে মিলেমিশে বসবাস করবো। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশের মাটিতে শাস্তি দেওয়া হবে।
জনসভা শেষভাগে দিনাজপুর ছয় আসনের জামায়াতসহ ১০ দলীয় মনোনীত প্রার্থীদের জনগণ ও নেতাকর্মীদের কাছে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।