নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তা ঘটনায় অভিযুক্ত হান্নান গ্রেফতার, গুঁড়িয়ে দেওয়া হলো আস্তানা
সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
নওগাঁ-রাজশাহী মহাসড়কের '১৪ মাইল' এলাকায় সিএনজি যাত্রী হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
গতকাল (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে সিএনজি যাত্রীদের সাথে চরম অশোভন আচরণ ও হেনস্তা করা হচ্ছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় দ্রুত মাঠে নামে পুলিশ এবং একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত হান্নানকে গ্রেফতার করার পাশাপাশি তার আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।