যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১২, বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা জানান।

ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এদিন সিইসির সঙ্গে বৈঠক করে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল সিইসির সঙ্গে ক্রিস্টেনসেনের প্রথম সাক্ষাৎ।

বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, সিইসির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। বৈঠকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে, সে সম্পর্কে বিস্তারিতভাবে সিইসি জানিয়েছেন বলেও জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়