কুষ্টিয়ায় আশার উদ্দ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৬, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বিশ্বের বৃহত্তম স্বনির্ভর ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা আশা’র উদ্যোগে কুষ্টিয়ায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থার নিজস্ব অর্থায়নে এই কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ‘আশা’ কুষ্টিয়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জনাব মো. মিজানুর রহমান এবং কুষ্টিয়া সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব তন্ময় সাহা আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া জেলা সম্মিলিত মাহফিল পরিষদের সাধারণ সম্পাদক জনাব মো. লিয়াকত আলী-র নিকট ১০০টি কম্বল হস্তান্তর করেন।

এ সময় কুষ্টিয়া সদর অঞ্চলের সিনিয়র আর.এম, সদর জেলার এস.ই এবং কুষ্টিয়া সদর-০১ ও সদর-০২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ‘আশা’-র এই মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়