ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা
ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এ প্রচারণা কার্যক্রম শুরু করে সংগঠনটি।
জানা গেছে, প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে হাতে হাতে হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। এছাড়া ক্যাম্পাসসংলগ্ন শেখপাড়া, শৈলকূপা, হরিনারায়ণপুরসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও এ প্রচারণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে বৈছাআ ইবি শাখার সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে প্রতিষ্ঠা করতে এবং শহীদদের রক্তের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে আমরা গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের এই ক্যাম্পেইন পরিচালনা করছি। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের প্রচারণা অব্যাহত থাকবে।”
সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট বলেন, “২৪-এর পরাজিত শক্তিগুলো আবারও ‘না’ ভোটের পক্ষে সক্রিয় হয়ে উঠেছে। দেশের স্বার্থে, জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং আজাদীর পক্ষে অবস্থান নিয়ে আমরা গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়ে যাচ্ছি। গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের মাধ্যমে আমরা জুলাই শহীদদের ন্যূনতম ঋণ পরিশোধ করতে পারব বলে বিশ্বাস করি।”