রেজা পাহলভির বিক্ষোভের আহ্বান প্রত্যাখান করেছে ইরানের জনগণ

আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০০, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বসবাসরত নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার এ আহ্বানে এবার সাড়া দেয়নি ইরানের জনগণ।  

যুক্তরাষ্ট্রে বসবাসরত নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার এ আহ্বানে এবার সাড়া দেয়নি ইরানের জনগণ।  

শনিবার (১৭ জানুয়ারি) থেকে সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন তিনি। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি।

গত মাসের শেষ দিকে ইরানে যখন বিক্ষোভ শুরু হয়ে ৭ ও ৮ জানুয়ারি সহিংস আকার ধারণ করেছিল। ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার চাপে পড়ে।

রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি অন্তর্বর্তী দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের কেউ কেউ সমর্থন করেছিল।

তবে ইরানের অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক। এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে, কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে।

রেজা পাহলভি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির সরকার।

সূত্র: রয়টার্স

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়