মেহেরপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:০২, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটার দিকে শহরের গড় মসজিদ প্রাঙ্গণ থেকে ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোট মরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা সভাপতি আব্দুস সালাম। এসময় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবির জেলা সেক্রেটারি সাইদুর ইসলাম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সভাপতি আবু রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সভাপতি শিহাব ইসলামসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শাকসু  নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়