দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:২৩, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

দেশমাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আটপাড়া উপজেলা ছাত্রদল।

দেশমাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আটপাড়া উপজেলা ছাত্রদল।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১১টায় আটপাড়া পার্টি অফিসে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম ইলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিক ইসলাম।

এ সময় বক্তারা দেশমাতা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, যিনি সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন।

দোয়া ও মিলাদ মাহফিলে আটপাড়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়