লালমনিরহাট -২ আসনে ভোটের প্রচারনায় হাসিনা কামাল।
মুর্শিদ আলম মুরাদ লালমনিরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
লালমনিরহাট -২ সংসদীয় আসন আদিতমারী কালিগঞ্জে, জনতার দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাসিনা কামাল দীর্ঘদিন ধরে ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে আসছেন।এই আসনের ৭ বারের নির্বাচিত এমপি মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপির পুত্রবধূ হাসিনা কামাল ।
লালমনিরহাট -২ সংসদীয় আসন আদিতমারী কালিগঞ্জে, জনতার দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাসিনা কামাল দীর্ঘদিন ধরে ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে আসছেন।এই আসনের ৭ বারের নির্বাচিত এমপি মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপির পুত্রবধূ হাসিনা কামাল ।
লালমনিরহাট -২ আসনটি পুনরুদ্ধার করতে তার স্বামী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল কে দিয়ে ভোটের মাধ্যমে পুন উদ্ধার করতে রাত-দিন প্রচারনা চালিয়ে যাচ্ছে।
এই আসনটি অন্যান্য আসনের চেয়ে একটু ব্যতিক্রম যে কোনো রাজনৈতিক দল হোক এবং ভোটারগণ দল-মত নির্বিশেষে হাসিনা কামালের শশুর মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপি কে বিপুল ভোটে একাধারে সাতবার এমপি নির্বাচিত করেছেন।
শশুরের মৃত্যু পর স্বামী ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতি নিয়েছেন এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ,লেফটেন্যান্ট জেনারেল সহ অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল, জনতার দলের আত্মপ্রকাশ করেন।
দলের প্রতীক পেয়েছেন "কলম" এই আসনটি পুনরায় ফিরিয়ে নিতে স্বামী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল "কলম" প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ।আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের তার শশুর মরহুম মজিবুর রহমান এমপি কে যে সকল রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন তাদের কাছে তার স্বামীর জন্য ভোট প্রার্থনা করছেন এবং গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন,
জনতার দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাসিনা কামাল।
তিনি বলেন দলমত নির্বিশেষে শশুর কে যেভাবে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ি করেছেন সেই ভাবেই তার স্বামী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল কে কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাকরি।