কুষ্টিয়া কাভার্ড ভ্যান ও মটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষে নিহত ১

আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৩২, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ১১ মাইল নামক স্থানে  কাভার্ড ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অংকন(২৯) নামের একজন নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।অংকন নামের ছেলেটি মটরসাইকেল যোগে কুষ্টিয়া যাওয়ার পথে স্কয়ার কোম্পানির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অংকন নামের ছেলেটি স্পটেই মারা যায়।স্থানীয় সুত্রে জানা যায় অংকনের মাথায় হেলমেট থাকার পরেও চাকার নিচে পরে হেলমেট ভেংঙ্গে মাথায় আঘাত পেয়ে তিনি মারা যায়।

অংকন ইবি,র হরিনারায়পুর ইউনিয়নের সুগ্রিবপুর গ্রামের ছেলে।বছর খানেক আগে অংকন বাবাকে হারিয়েছে।শোকের ছায়া কাটতে না কাটতেই নিজেও পরিবার ছেড়ে চলে গেলেন। অংকন ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিলো।পড়াশোনার পাশা,পাশি তিনি কাজ করে সংসার চালাতেন।অংকন কুষ্টিয়া ইসলামিয়া কলেজে অনার্চে পড়াশোনা করতো।

স্থানীয় জনসাধারণ  ও ইবি থানা পুলিশ, ও কুষ্টিয়া হাইওয়ে পুলিশ অংকন সহ স্কয়ার কোম্পানির গাড়িটি  উদ্ধার করেন।অংকনের অকাল মৃত্যতে ইবি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়