ভাটারাতে প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠন (প্রসাস)-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিকতা ভিত্তিক নানা কর্মসূচির সমন্বয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়প্রাঙ্গণে আকাশে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাটারা কলেজের প্রভাষক মোঃ নূরুল হূদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব (ভারপ্রাপ্ত) করেন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাজাদী খানম। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও ভাটারা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান বলেন, "শিক্ষা ও স্বাস্থ্যসেবার সমন্বয় ছাড়া একটি সুস্থ ও সচেতন সমাজ গঠন সম্ভব নয়, আর প্রত্যয় সামাজিক সংগঠন সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে।"
অনুষ্ঠান চলাকালে একই সময়ে বিভিন্ন স্থানে একাধিক কার্যক্রম পরিচালিত হয়।একদিকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, সাধারণ রোগীর চিকিৎসা পরামর্শ, চোখের ছানি ও অন্যান্য সমস্যা সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এই কার্যক্রমে প্রায় চার শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।
একই সময়ে অপর অংশে প্রাথমিক এর সাতটি ও মাধ্যমিক এর ছয়টি সহ মোট তেরটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রটি মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে।
অন্যদিকে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সবার জন্য উন্মুক্ত বিভিন্ন সেবা স্টল বসানো হয়। এ উপলক্ষে মোট ১১টি স্টল স্থাপন করা হয়। এর মধ্যে পিঠা উৎসবে অংশ নেওয়া ‘গল্পে স্বাদে পিঠা’ স্টলটি সেরা স্টল হিসেবে নির্বাচিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুইজন বিদায়ী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—সিনিয়র শিক্ষক আফ্রিজা আক্তার রত্না এবং অফিস সহকারী দিলওয়ারা বেগম। এ সময় বিদায়ী শিক্ষক আফ্রিজা আক্তার রত্নার বক্তব্যে উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরিশেষে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়াও ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শাখা ও কলেজ শাখার পাঁচজন শিক্ষার্থীকে এককালীন এক বছরের জন্য উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাবলীলভাবে সঞ্চালনা করেন সাংবাদিক সিফাত। সমাপনী বক্তব্যে প্রত্যয় সামাজিক সংগঠনের সভাপতি রোকনুজ্জামান বলেন, "রাষ্ট্র যেখানে একা পৌছাতে পারে না সামাজিক সংগঠন সেখানে পৌছুতে রাষ্ট্রের সহায়ক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে বলে মনে করে প্রত্যয় সামাজিক সংগঠন। ভবিষ্যতে আরও বেশি জন সম্পৃক্ততার মাঝে প্রত্যয় সামাজিক সংগঠন শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে যাবে ইনশাআল্লাহ।"
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
ভাটারাতে প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম