চার বছরের ছোট্ট কন্যা রুপাকে নিখোঁজ
স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন
নাম: রুপা আক্তার। বয়স: আনুমানিক চার বছর। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা পাতলা গড়নের, পরনে ছিলো সাদা ও খয়েরী হাতাকাটা গোলজামা। পিতা: রাজন মিয়া। মাতা: স্বপ্না আক্তার। বাইগার টেক, হাজী মার্কেট, পল্লবী থানা, ঢাকা। দেশের বাড়ি গ্রাম: বড়িগাতী, থানা: তাড়াইল, জেলা: কিশোরগঞ্জ।
ঢাকা জেলা সহ সকল মানুষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি ছেলে যাহার নাম:- মোঃ রবিউল সরদার বয়স:- ৪ বছর। গত ২৯.০৮.২০২৫ সন্ধ্যা ০৬:২০ মিনিটের দিকে মাতা: স্বপ্না আক্তার বাসার কাজে ব্যস্ত থাকার সময় আনুমানিক ৪ বছরের কন্যা সন্তান রুপা আক্তার খেলাধুলা করতে করতে বাসা থেকে বের হয় । পরবর্তীতে মেয়েকে রুমে না পেয়ে বাহিরে তাকে খুজতে থাকে। কিন্তু কোথাও খুজে পাওয়া যাইনি। এবং পরবর্তীতে মাইকিংয়ের মাধ্যমে খোজাখুকি করা হয়েছে । তবুও পাওয়া যায়নি। এবং হারানো বিষয়টি থানায়ও সাধারণ ডায়েরি করা হয়েছে। কন্যা সন্তানের মা বাবা পাগল প্রায়।
অতএব নিখোঁজ ছোট্ট কন্যা রুপা আক্তারকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার সন্ধ্যান জেনে থাকেন তাহলে অবশ্যই উক্ত ফোন নাম্বারে যোগাযোগ করবেন মোবাইলঃ 01328775975 মাতা: স্বপ্না আক্তার । 01742804264, মো: আউলাদ হোসাইন।