সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর(আনসার ও ভিডিপি) মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর(আনসার ও ভিডিপি) মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ০১ জানুয়ারি ২০২৬খ্রিঃ, বৃহস্পতিবার সরিষাবাড়ী উপজেলায় জামালপুর জেলা কমান্ড্যান্ট মীর বহর শাহাদাৎ হোসেন-এর নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুর মামুদ, প্লাটুন কমান্ডার মকবুল হোসাইন খান । এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের আনসার দলনেতা, দলনেত্রী, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার এবং আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কম্বল বিতরণ কার্যক্রমে উপকৃত অসহায় মানুষরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আনসার ও ভিডিপির এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।