গাংনী মহিলা কলেজে তালা দিলো সহকারী অধ্যাপক

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:৫৯, শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে না পেরে এক সহকারী অধ্যাপক অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে কলেজের অধ্যক্ষের মূল কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। অভিযুক্ত হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম।

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে না পেরে এক সহকারী অধ্যাপক অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে কলেজের অধ্যক্ষের মূল কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। অভিযুক্ত হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম।

এ ঘটনায় কলেজে উত্তেজনার সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে সহকারী কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানাগেছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের শেষ কার্যদিবস ছিলো। কলেজ ছুটি থাকায় ঐ মাসের ২২ তারিখ গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সে অনুযায়ি আমিরুল ইসলাম দ্বায়িত্বভার গ্রহন করেন। গতকাল সরকারী ছুটি থাকায় আজই প্রথম অধ্যক্ষের কক্ষে প্রবেশ করতে গেলেই তিনি দেখতে পান বাহিরে অন্য একটি তালা দেওয়া আছে।

অভিযুক্ত অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা তালা দিয়েছে তা আমি জানি না। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম হয়েছে।

এ বিষয়ে কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল আলমের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে দিয়েছেন তিনি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, আমি নিয়মতান্ত্রিকভাবেই গভর্নিং বডির নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছি। কলেজের প্রথম দিন প্রবেশ করতে গেলে অধ্যক্ষের রুমে মূল ফটোকে তালা দেন বেদারুল আলম। পরে সহকারী কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে দেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়