ছাতকে অপারেশন ডেবিল হান্ট পরিচালনায় ২ জন গ্রেফতার।

জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:২০, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সুনামগঞ্জের ছাতক থানা টিম কর্তৃক অপারেশন ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার ২জন আসামী ১।মোঃ উরুন মিয়া (৬৫) ও ২। হাসান আহমদ দুদু মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়েছে।

সুনামগঞ্জের ছাতক থানা টিম কর্তৃক অপারেশন ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার ২জন আসামী ১।মোঃ উরুন মিয়া (৬৫) ও ২। হাসান আহমদ দুদু মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮/১২/২৫ ইং তারিখে সুনামগঞ্জ জেলার ছাতক থানার এফআইআর নং-১৫, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ধারা-The Special Powers Act, 1974 Section 15/3)/25D. তদন্তে সন্দিগ্ধ আসামী ১। উরুন মিয়া (৬৫) (পদবী-১৩নং ভাতগাঁও ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক), পিতা-মৃত মফিজ আলী, সাং-ঝিগলী (সঞ্জবপুর), ১৩নং ভাতগাঁও ইউপি এবং ছাতক থানায় এফআইআর নং-২৮, তারিখ- ২২ জুলাই, ২০২৫ ইং, ধারা- The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর তদন্তে সন্দিগ্ধ আসামী ২। হাসান আহমদ ৥ দুদু মিয়া (২৯), (পদবী-ছাতক উপজেলা উলামালীগের সাংগঠনিক  সম্পাদক), পিতা-মোঃ নিজাম উদ্দিন, মাতা-মোছাঃ দিলারা বেগম, সাং-নয়ালম্বাহাটি, ইউপি-কালারুকা, উভয় থানা ছাতক, জেলা সুনামগঞ্জ।

এবেপারে জানতে চাইলে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়