বিদেশি কূটনীতিকদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক বিকেলে

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:০৭, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আজ বিকেলে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকে বসবেন ও তাদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আঞ্চলিক উত্তেজনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলের উদ্বেগের প্রেক্ষাপটে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ব্রিফিং আয়োজন করা হয়েছে।

আজ বিকেলে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকে বসবেন ও তাদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আঞ্চলিক উত্তেজনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলের উদ্বেগের প্রেক্ষাপটে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ব্রিফিং আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র মতে, বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এতে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

ধারণা করা হচ্ছে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান প্রস্তুতি, নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতির বিষয়েও কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের অবহিত করবেন পররাষ্ট্র সচিব বলেও মনে করা হচ্ছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়